কেবল বাঘারপাড়া নয়, এই শতকের তৃতীয় দশকেও যশোর খড়কীসহ অনেক অঞ্চল জংগলে পরিপূর্ণ ছিল। চিত্রার পাড়ের বাঘের পায়ের ছাপ দেখা যেতো। অনুমান করা কষ্টকর নয় জনপদ বাঘেরপাড়া গভীর জংগলে পরিপূর্ণ ছিল। বাঘেরপাড়া থেকে থানার নামটি এসেছে। বিখ্যাত শেরশাহ সড়ক এই জনপদেও বুকচিরে চলে গেছে। ১৮৬৩ খ্রীঃ এখানে থানা স্থাপিত হয়। এখানকার কৃতি সন্তানদের মধ্যে শ্রী বিজয় কুমার রায়, উকিল জনাব মোঃ কেনায়েত আলী প্রমুখ। বিপ্লবী বিজয় কুমার রায় বাঘারপাড়ার অহংকার। ২৭১.৯৯ বর্গ কিলোমিটার আয়তনের ০৯ টি ইউনিয়ন এবং জনসংখ্যার পরিমাণ ২,১৬,৮৯৭ জন (২০১১ সালের আদম শুমারী রিপোর্ট) জন (প্রায়)। উল্লেখ্য, প্রথম নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সরদার মোঃ আবুল হোসেন এবং প্রথম নির্বাহী অফিসার জনাব মোঃ তোফাজ্জেল হোসেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS