কেবল বাঘারপাড়া নয়, এই শতকের তৃতীয় দশকেও যশোর খড়কীসহ অনেক অঞ্চল জংগলে পরিপূর্ণ ছিল। চিত্রার পাড়ে বাঘের পায়ের ছাপ দেখা যেতো। অনুমান করা যায় জনপদ বাঘেরপাড়া গভীর-জংগলে পরিপূর্ণ ছিল। বাঘেরপাড়া থেকে থানার নামটি এসেছে বাঘারপাড়া। বিখ্যাত শেরশাহ সড়ক এই জনপদের বুকচিরে চলে গেছে।১৮৬৩ খ্রীঃ এখানে থানা স্থাপিত হয়।
বাঘারপাড়া উপজেলার ভৌগলিক অবস্থান:উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ ও মাগুরা জেলার শালিখা উপজেলা, পূর্বে নড়াইল সদর ও শালিখা উপজেলা, দক্ষিণে নড়াইল সদর ও যশোর সদর উপজেলা এবং পশ্চিমে যশোর সদর উপজেলা।
জেলা সদর হতে দূরত্ব ১৯ কিঃমিঃ
আয়তন-২৭৩ বর্গ কিলোমিটার
জনসংখ্যা-৪,২৭,৯১৩ জন (প্রায়)
নির্বাচনী এলাকা-৮৮ যশোর-৪
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS