বাঘারপাড়া উপজেলা সদর হতে ০২(দুই) কি.মি উত্তরপূর্ব দিকে অবস্থিত কয়ার বটতলা নামক স্থানে ইন্দ্রা মৌজায় ০১নং খতিয়ান ভূক্ত ৪৩২৫ও ৪৩২৭ দাগে ৩৭ শতক জমির উপর দেশীয় প্রজাতির বৃক্ষ রোপন করে সুনিবিড় ছায়ায় দর্শনর্থীদের সময় কাটানোর জন্য বসার গোল চক্কর, চওড়া পাকা রাস্তা, বেঞ্চসহ মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে । এছাড়া দর্শনার্থীদের নামাজের জন্য একটি মসজিদ নির্মান করা হয়েছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS